Facebook Earning: How to start earning using Facebook.
Facebook Earning: How to start earning using Facebook.
প্রথমেই বলে রাখি যদি ভেবে থাকেন এইটা কোনো Spam বা এই জাতীয় কিছু তবে ভুল ভাবছেন। যদিও এতে আপনাদের কোনো দোষ নেই কারণ বর্তমানে এমন বহু পোস্ট আপনারা দেখে থাকবেন যার 90% ভুয়া। হ্যাঁ, ঠিকই বলছি বেশিরভাগই ভুয়া কিন্তু আমার পোস্ট যে ভুয়া না তারও প্রমাণ দরকার তাই নয় কি? আপনারা পোস্টটি পুরোটাই পড়ুন তাহলে শেষে আপনারাই বুঝতে পারবেন আমার এই পোস্ট আসল নাকি ভুয়া।
প্রথমে কিছু ছোটো ছোটো প্রশ্নোত্তর যা আপনার মনে জাগতে পারে।
প্রথমে বলি ফেসবুক থেকে ইনকাম কি সম্ভব?
হ্যাঁ, সম্ভব। আপনারা জানলে অবাক হবেন যে ফেসবুক থেকে শুধু একটা না বরং একের অধিক উপায়ে আর্নিং সম্ভব।
কী কী উপায়ে সম্ভব?
আগেও বলেছি ফেসবুক থেকে একাধিক উপায়ে আর্নিং সম্ভব। সেগুলোর ভেতর, Ad showing, sponsorship, Facebook page and group selling, Facebook marketing, promoting something (digital products), maintaining other's page ,online teaching using Facebook etc.
এই গুলো মূলত সবচেয়ে বেশি লাভজনক এবং জনপ্রিয়। কিন্তু এখন আমি যে বিষয় নিয়ে এই ব্লগে আলোচনা করবো সেটি হলো,
"Earning using Facebook Page"
আপনি হইতো জানেন না ফেসবুক পেজের মাধ্যমে খুব ভালো আর্নিং হয় কিন্তু অনেকেই এই ব্যাপার টা জানে না। ফেসবুক পেজ থেকে আর্ন করার উল্লেখযোগ্য 3 টি উপায় আমি আপনাদের কে বলবো,
1. Ad
2. Marketing
3. Maintaining other's page
তো চলুন একে একে শুরু করা যাক,
1.ad showing
যদি আপনার পেজ থেকে আর তার ফলোয়ার 30k+ হয় আর ভিডিও (যদি থাকে, যেকোনো ভিডিও লাইভ হতে পারে বা এডিট করে আপলোড করা) এর ওয়াচ টাইম ভালো থাকে অর্থাৎ সেই ভিডিওর 70% যদি বেশিরভাগ দেখে তবে আপনি আপনার পেজে ভিডিও অ্যাড show করতে পারবেন এক্ষেত্রে ভিডিও কমপক্ষে 3 মিনিটের হতে হবে। তবে শুধু ভিডিও না আপনি ভিডিও ছাড়াও আপনার পেজে সরাসরি অ্যাড দেখতে পারবেন (ঠিক যেভাবে website গুলোতে দেখানো হয় কিন্তু বাংলাদেশে এই সুবিধা প্রক্রিয়াধীন রয়েছে তাই সবাই পাবেন না)। এজন্য আপনার পেজকে অ্যাড রেডি করতে হবে কিন্তু এইটা করার জন্য এডমিন এর ফেসবুক একাউন্ট ভেরিফাইড হতে হবে মানে আপনার পেজ হলে আপনার আইডি ভেরিফাই করা থাকতে হবে। এর পর অ্যাড টাইপ সিলেক্ট করে দিলে মেইন কাজ শেষ তারপর সেই অ্যাড কে আপনার পোস্টে অ্যাড করা লাগবে তবে সেটি আপনি নিজেই পারবেন যদি এই স্টেপ গুলো সম্পূর্ণ করতে পারেন তবেই। সেইজন্যে আর কিছু দিলাম না।
2. marketing
ফেসবুক আর্নিং এর জন্য এটাও একটা খুব ভালো উপায়। এই ক্ষেত্রে কিছু সুবিধাও আছে কারণ এইখানে আপনার নিজস্ব পেজ থাকাই লাগবে এমন কোনো বাধা ধরা নিয়ম নেই। তবে থাকলে খুব সুবিধা। ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে আপনাকে কিছু বিষয় মাথায় রাখা লাগবে সেইগুলো হলো, আপনি কি প্রমোট করছেন আর কাদের কাছে করছেন। সহজ করে সংক্ষেপে বলছি, ধরুন আমি একটা বই পাবলিশ করেছি এখন আমি চাই এইটা সবাইকে জানাতে তাই A7 নামের একজনকে দায়িত্ব দিলাম। A7 আমার বইটিকে ফেসবুকের বিভিন্ন পেজে ও গ্রুপে তুলে ধরলো ফলে আমার বইয়ের প্রমোটিং হলো তাই আমি A7 কে টাকা দিবো এই কাজের জন্য। বুঝলেন এইবার? এইখানে A7 টা আপনিও হতে পারেন আমিও পারি, এক কথায় যে কাজটি করবে।
3. Maintaining other's page
আমার মতে সবচাইতে মজাদার কাজ। কারণ এতে আপনি সারাদিন যা করেন ফেসবুক তাই করবেন এবং এর জন্যই টাকাও পাবেন। কি মজা তাই না। এইবার একটু গভীরে প্রবেশ করি, আমরা অনেকেই এখন বেকার বা স্টুডেন্ট হাওয়াই অনেক অবসর সময় পার করছিলাম কিন্তু সেই ব্যাক্তির কথা চিন্তা করুন নে কিনা একটা প্রতিষ্ঠান চালাই এবং তাকে প্রায় ব্যাস্ত থাকা লাগে আর যেহেতু আজকাল যেকোনো কিছু প্রমোট করার জন্য সোশাল মিডিয়া সবচাইতে জনপ্রিয়, নির্ভরযোগ্য, সহজ এবং গুরুত্বপূর্ণ একটা মাধ্যম তাই তাকে সোশাল মিডিয়াতে একটিভ থাকাই লাগবে। কিন্তু তিনি এমনিতেই ব্যাস্ত মানুষ তাই তাকে একজন বা কয়েকজনকে কাজে রাখতে হবে যাদের কাজ হবে তার প্রতিষ্ঠানকে সোশাল মিডিয়াতে একটিভ রাখা। এটি এই কারণে গুরুত্বপূর্ণ ধরুন আপনি একজন ব্যবসায়ী আর আপনি পাইকারি জিনিস বিক্রি করে এমন একজনের কাছ থেকে জিনিস কিনবেন এখন তাদের কাছে মেসেজ দিলে সোশাল মিডিয়াতে কিন্তু কোনো উত্তর পেলেন না। তো আপনি কি তার কাছ থেকে জিনিস কিনতে আগ্রহী হবেন নাকি তার কাছ থেকে যে সাথে সাথেই উত্তর দিবে? অবশ্যই যে জলদি উত্তর দিবে তার কাছ থেকেই জিনিস কিনবেন। এই জন্য সোস্যাল মিডিয়া তে একটিভ থাকা দরকার এবং এই জন্যই অনেক প্রতিষ্ঠান আলাদা লোক রাখে যে এসব কাজে দক্ষ। তাই আজকেই এমন কোনো প্রতিষ্ঠান খুঁজুন যে আপনাকে নিবে। এর জন্য বেশি দূর যেতে হবে না ফেসবুকেই অনেকে এই নিয়ে পোস্ট দেই অথবা find Job option এই আপনি এমন অনেক অফার পেতে পারেন।
যদি আপনি আমার সম্পূর্ণ পোস্ট পরে থাকেন অভিনন্দন। কি মনে হচ্ছে আসল তো? এর অনেক বাস্তব প্রয়োগ আমাদের আসে পাশেই আছে শুধু খুঁজে নিতে হবে।
Post a Comment